আপনার গ্রামীনফোন মোডেম দিয়েই সকল অপারেটর এর সিম চালান এখন থেকেই!!! - সাইফ ব্লগ

Latest

Sunday, August 11, 2013

আপনার গ্রামীনফোন মোডেম দিয়েই সকল অপারেটর এর সিম চালান এখন থেকেই!!!


download (3)
এটা আমার মনে হয় ছোট পোলাপান যারা আছে তারাও পারবে তো আপনি না পারলে কেমন হয়ে যায় না। অনেক সময় দেখা যায় আমি সবসময় গ্রামীন ফোন ইউস করি কিন্তূ আজ মেগা শেষ তখন কি করবেন আপনার অন্য সিমে যদি মেগা থাকে তাহলে সেটা দিয়েই গ্রামীন ফোন মোডেমে ভরে ইউস করা শূরু করে দিন। এই পদ্ধতি যদি আগে থেকে যদি পারেন তাহলে ভাল আর যদি এই যদি না পেরে থাকেন তাহলে এই পোস্ট টি থেকেই আপনি শিখে নিন।


১/ধরুন আপনি এয়ারটেল দিয়ে ইউস করবেন তাহলে নিচের কাজ টি ভালভাবে দেখুন।
download (6)
আপনার পিসি বা ল্যাপটপে জিপি ইন্টারনেট মডেম এর সেটাপ দিয়ে নিন এরপর মডেম এর Tools এ যান সেখানে Option–à Profile Management এ যান।সেখানে দেখবেন GP INTERNET দেওয়া আছে দিফল্ট হিসাবে সেখানে আপনি এডিট অপশনে যান ও লিখুন
Profile Name:Airtel-INTERNET
Dail Number: *99***1#
APN Static/APN : internet
এবার আপনি এয়ারটেল সিম দিয়ে নেট ইউস করতে থাকুন।
download (4)
২/এখন দেখুন রবি দিয়ে কিভাবে কাজ করবেনঃ
উপরের ভাবেই গিয়ে-
Profile Name:Robi-INTERNET
Dail Number: *99***1#
APN Static/APN : internet
download (5)
৩/সবশেষে দেখুন বাংলালিঙ্ক দিয়ে কিভাবে কাজ করা যায়ঃ
Profile Name:Banglalink-WEB
Dail Number: *99***1#
APN Static/APN :blweb
এবার বাংলালিংক সিম লাগিয়ে কানেক্ট করে নেট চালান।

No comments:

Post a Comment