মোবাইলে Memory Free থাকার পরও অন্য মোবাইল থেকে Bluetooth এর মাধ্যমে গান,ছবি,তথ্য কোন কিছুই আনতে পারছেন না Memory Full দেখায় , দেখুন কিভাবে ঠিক করবেন :- - সাইফ ব্লগ

Latest

Tuesday, August 6, 2013

মোবাইলে Memory Free থাকার পরও অন্য মোবাইল থেকে Bluetooth এর মাধ্যমে গান,ছবি,তথ্য কোন কিছুই আনতে পারছেন না Memory Full দেখায় , দেখুন কিভাবে ঠিক করবেন :-

আজ আমি আপনাদের মাঝে যে বিষয় নিয়ে আলেচনা করবো সেটি হচ্ছে:- Nokia (3G) নেটেওয়ার্ক আছে এমন মোবাইলে অনেক সময় দেখাযায় (1). Micro sd sold memory card- এ GB (giga byte) Free আছে, phone memory full অথবা (2).phone memory Gb free আছে, Micro sd sold memory GB full আছে । তখন অন্যকোন মোবাইল থেকে Bluetooth দিয়ে আপনার মোবাইলে গান,ছবি,রিংটোন আসছে না এ সময় Memory Full দেখায় ।

যদি আপনার মোবাইলে (১) এর মত হয় তবে আপনি প্রথমে আপনার মোবাইলের Messaging আপসনে যান এবং তরপর Inbox সিলেক্ট করুন Option তাপর (এভাবে লিখা অনুসরন করুন) Settings > Other > Memory In use > Memory card/Micro sd card সিলেক্ট করুন । আর (২). এর সমাধান:- Messaging > Inbox > option > Settings > Other > Memory in use > Phone Memory সিলেক্ট করুন । আশা নয় বিশ্বাষ আপনার সমস্যা সমাধান হয়ে যাবে । তবে উপক্রিত হলে ধন্যবাদ এবং লাইক দিতে ভুলবেননা কিন্তু ।

No comments:

Post a Comment