Avro Keyboard এর Latest Version ডাউনলোড করে নিন (ফটোশপ+ANSI+Fonts+পোর্টেবল) - সাইফ ব্লগ

Latest

Monday, August 5, 2013

Avro Keyboard এর Latest Version ডাউনলোড করে নিন (ফটোশপ+ANSI+Fonts+পোর্টেবল)

আসসালামু আলাইকুম, স্বাগতম আরো একবার আমার টিউনে, আজকের টিউনে আমি আপনাদেরকে দেবো “অভ্র” এর লেটেস্ট ভার্সন, তাও আবার পোর্টেবল কথা টা অবশ্য শিরোনাম দেখেই বুঝে গেছেন ।


1006148 158518324331748 1314839084 n Avro Keyboard এর Latest Version ডাউনলোড করে নিন (ফটোশপ+ANSI+Fonts+পোর্টেবল)










আমার নজরে অভ্রকে এড়িয়ে চলার আর কোনো কারণ থাকার কথা নয়। আপনি যদি অন্য কোনো সমস্যার মুখোমুখি হন, তাহলে কমেন্টের মাধ্যমে জানান, আমি তার সমাধান বের করবার পুরো চেষ্টা করব। আমি বুঝিনা মানুষ “অভ্র” ছেড়ে “বিজয়” ইউজ করে কেন ? এর কোনো কারণ ই নেই ……………….
এবার আপনাদের অনেকের ই যে সমস্যা অর্থাত, ফটোশপে বাংলা লেখা “অভ্র” দিয়ে icon smile Avro Keyboard এর Latest Version ডাউনলোড করে নিন (ফটোশপ+ANSI+Fonts+পোর্টেবল)
এজন্য নিচের নিয়ম গুলো ফলো করুনঃ
  • ফটশপ-এ বাংলায় লেখার জন্যে আপনার দরকার কিছু আনসি ফন্ট। সেরকম কিছু ফন্ট অভ্র এর সাথে দিয়ে দেয়া হয়। তেমনই একটি ফন্ট Siyam Rupali ANSI যা অভ্র ইন্সটল করলে সাথেই পাওয়া যায়।
  • এখন ফটোশপ চালু করুন। আমার ব্যাবহারকৃত ফটশপ এর ভার্সন CS3 । আপনি যে ভার্সনই ব্যাবহার করুননা কেন, ফলাফল একই হবে।
  • একটি নতুন ডকুমেন্ট চালু করুন। তারপর “Type Tool” সিলেক্ট করুন।।
  • টাইপ টুল সিলেক্ট থাকা অবস্তায়, “Window” মেনু থেকে “Character” সিলেক্ট করুন। ক্যার‍্যাক্টার ফন্ট চেঞ্জ করে “Siyam Rupali ANSI” সিলেক্ট করুন। এখন টাইপ টুল লিখলে বাংলা আসবে। তবে তা হবে হযবরল।

1010192 158384821011765 985846691 n Avro Keyboard এর Latest Version ডাউনলোড করে নিন (ফটোশপ+ANSI+Fonts+পোর্টেবল)
  • এই হযবরল কে ঠিক করার জন্যে আপনাকে অভ্র আনসি চালু করতে হবে। কীবোর্ড থেকে “Shift+F12″ কমান্ড চাপুন আর ওয়ার্নিং আসলে “Use ANSI anyway” চাপুন। এখন আপনার অভ্র আনসি মোড-এ আছে। অভ্রকে একটিভেট করার জন্যে শুধু “F12″ চাপুন । এবার আপনার ওই হযবরল-টা মুছে আরেকবার টাইপ করুন, দেখবেন, ভালোভাবে বাংলা লেখা আসছে।
  • ———————————————————————————————————————————————
                                Avro Keyboard:
                        Download Here3 Avro Keyboard এর Latest Version ডাউনলোড করে নিন (ফটোশপ+ANSI+Fonts+পোর্টেবল)
       Portable Avro Keyboard:
Fonts:
Download Here3 Avro Keyboard এর Latest Version ডাউনলোড করে নিন (ফটোশপ+ANSI+Fonts+পোর্টেবল)

No comments:

Post a Comment