জিপির সেবা এখন আপনার হাতের মুঠোয় – জিপি এ্যাপ (মোবাইল সেলফ সার্ভিস) - সাইফ ব্লগ

Latest

Tuesday, August 6, 2013

জিপির সেবা এখন আপনার হাতের মুঠোয় – জিপি এ্যাপ (মোবাইল সেলফ সার্ভিস)

জিপি এ্যাপ গ্রামীণফোনের সকল প্রিপেইড এবং পোস্টপেইড গ্রাহকদের জন্য একটি মোবাইল এ্যাপ্লিকেশন যেটা দিয়ে আপনি দেখতে পারবেন আপনার প্রিপেইড ব্যালেন্স কিংবা পোস্টপেইড বিল স্ট্যাটাস, ইন্টারনেট প্যাকেজের ব্যালেন্স এবং মেয়াদকাল,সহজেই চালু/বন্ধ করা সহ আরো অনেক কিছু করতে পারবেন।
জিপি এ্যাপ ব্যবহার করে আপনি নিচের সুবিধাগুলো পাবেন:


  • আপনার বর্তমান প্রিপেইড প্যাকেজ চেক এবং পরিবর্তন
  • এফ এন এফ চেক, সংযোজন অথবা পরিবর্তন
  • স্টার স্ট্যাটাস চেক
  • ব্যালেন্স ট্রান্সফার
  • ইন্টারনেট প্যাকেজ চালু করা
  • মিসড্‌ কল এ্যালার্ট চালু/বন্ধ করা
  • বিভিন্ন রকম ভ্যালু এ্যাডেড সার্ভিস চালু/বন্ধ করা
  • ওয়ালপেপার, রিংটোন, এবং মোবাইল এ্যাপ্লিকেশন ডাউনলোড করা

যেসব প্লাটফর্ম সাপোর্ট করে:

এই মুহুর্তে জিপি এ্যাপ এন্ড্রয়েড, ব্ল্যাকবেরি এবং জাভা প্ল্যাটফর্ম সাপোর্ট করে।

কিভাবে ডাউনলোড করবেন:

জিপি এ্যাপ ডাউনলোড করতে আপনার মোবাইল থেকে ভিজিট করুন http://www.getjar.com/GPApp.
এছাড়াও এন্ড্রয়েড প্ল্যাটফর্মের ফোন ব্যবহারকারীরা গুগল প্লে, এবং ব্ল্যাকবেরি ব্যবহারকারীরা ব্ল্যাকবেরি এ্যাপ ওয়ার্ল্ড থেকেও ডাউনলোড করতে পারবেন।

ডাউনলোড লিংক:

চার্জ:

জিপি এ্যাপ গ্রামীণফোনের সকল গ্রাহকের জন্য বিনামূল্যের একটি সেবা। তবে এ্যাপ্লিকেশনটি ডাউনলোড এবং ব্যবহারের জন্য নিয়মিত ইন্টারনেট চার্জ প্রযোজ্য হবে।
*** Main link http://www.grameenphone.com/bn/whats-new/gp-app-mobile-self-service

No comments:

Post a Comment