KMP Player দিয়ে যে কোন মুভি থেকে আপনার পছন্দের ছবিটি JPG ফরম্যাটে সেভ করুন। - সাইফ ব্লগ

Latest

Tuesday, August 6, 2013

KMP Player দিয়ে যে কোন মুভি থেকে আপনার পছন্দের ছবিটি JPG ফরম্যাটে সেভ করুন।

প্রথমে কেএমপি 3.5.0.77 ভাসর্নের কেএমপি প্লেয়ারটি চালু করুন আপনার কাঙ্খিত মুভি নাটক বা যে কোন কিছু ওপেন করুন এবার টাইম স্লাইডারটি টেনে টেন আপনার কাঙ্খিত ছবিটির কাছে আনুন পুষ করে দিন। এবার স্লাইডারের নিচে মাউস রেখে রাইট ক্লিক করুন তারপর ক্যাপচারে যান সেখান থেকে সিলেক্ট ক্যাপচার ফোল্ডারে ক্লিক করুন এবার দেখুন একটি ডেসটিনেশন উইনডো আসবে, আপনার ছবিটি কোথায় সেভ করবেন তার লোকেশন দেখিয়ে দিন।



এবার কী বোর্ড হতে কন্ট্রো+এ         চাপুন যদি ডেসটিনেশনে ডেস্কটপ দিয়ে থাকেন তাহলে ডেক্সটপে আপনার ছবিটি জেপিজি ফরম্যাটে সেভ হবে  নিচের মত করে মুভির কোয়ালিটি যত ভালো হবে আপনার ছবি কোয়ালিটিও ততটা ভালো হবে। আশা করি বুঝতে পেরেছেন। আমি আবারও বলছি যারা জানেন না তাদের জন্য। ধন্যবাদ

No comments:

Post a Comment