সকল মোবাইলের সিম পুনরায় রেজিস্ট্রেশনের নিয়ম - সাইফ ব্লগ

Latest

Sunday, October 18, 2015

সকল মোবাইলের সিম পুনরায় রেজিস্ট্রেশনের নিয়ম

এয়ারটেল, বাংলালিংক, গ্রামীণফোন, রবি এবং টেলিটক গ্রাহকরা যেভাবে এসএমএসের মাধ্যমে সিম নিবন্ধন করবেনঃ

মোবাইলের মেসেজ অপশনে গিয়ে এভাবে এসএমএস লিখুনঃ

ইংরেজিতে আপনার জাতীয় পরিচয়পত্রের নম্বর, পরিচয়পত্র অনুযায়ী জন্মতারিখ, পূর্ণ নাম
এবার ১৬০০ নম্বরে এসএমএস পাঠান (ফ্রি)।

ফরম্যাট উদাহরণঃ

xxxxxxxxxxxxxxxxx, 12 May 1990, Saiful Islam

পাঠিয়ে দিন 1600 নম্বরে (ফ্রি)। ফিরতি এসএমএস (Your request has been accepted. Thank you for the information)-এর মাধ্যমে আপনাকে জানিয়ে দেওয়া হবে যে আপনার তথ্য গ্রহণ করা হয়েছে।

সিটিসেল গ্রাহকরা যেভাবে এসএমএসের মাধ্যমে সিম নিবন্ধন করবেনঃ

মোবাইলের এসএমএস অপশনে গিয়ে U লিখে স্পেস দিয়ে ইংরেজিতে জাতীয় পরিচয়পত্রের নম্বর লিখে স্পেস দিয়ে পরিচয়পত্র অনুযায়ী জন্মতারিখ লিখে স্পেস দিয়ে পূর্ণ নাম লিখে মেসেজটি ১৬০০ নম্বরে এসএমএস করুন।

ফরম্যাট উদাহরণঃ

U xxxxxxxxxxxxxxxxx 12 Jul 1990 Saiful Islam

পাঠিয়ে দিন 1600 নম্বরে (ফ্রি)। ফিরতি এসএমএস (Your request has been accepted. Thank you for the information)-এর মাধ্যমে আপনাকে জানিয়ে দেওয়া হবে যে আপনার তথ্য গ্রহণ করা হয়েছে।
অনলাইনেও সিম রেজিস্ট্রেশন করার উপায় আছে। সেক্ষেত্রে আপনার মোবাইল অপারেটরের ওয়েবসাইটে খোঁজ নিন। বিস্তারিত জানতে আপনার মোবাইল অপারেটরের সাথে (কাস্টমার কেয়ারে) যোগাযোগ করুন।
এখানে বাংলাদেশের সকল মোবাইল ফোন অপারেটরের হেল্পলাইন নম্বর ও ওয়েবসাইটের ঠিকানা দেয়া হল।
গ্রামীণফোনঃ হেল্পলাইন ১২১, ওয়েবসাইট http://www.grameenphone.com
রবিঃ হেল্পলাইন ১২৩, ওয়েবসাইট http://www.robi.com.bd
বাংলালিংকঃ হেল্পলাইন ১১১, ওয়েবসাইট http://www.banglalink.com.bd
এয়ারটেলঃ হেল্পলাইন ৭৮৬, ওয়েবসাইট bd.airtel.com
টেলিটকঃ হেল্পলাইন ১২১, ওয়েবসাইট http://www.teletalk.com.bd
সিটিসেলঃ হেল্পলাইন ১২১, ওয়েবসাইট http://www.citycell.com

No comments:

Post a Comment