আজ আমরা শিখব কিভাবে পুরানো ছবি থেকে নতুন ছবি করা যায় । চলুন শুরু করা যাক,
প্রথমে আপনাকে ফটোশপ চালু করতে হবে।
তারপর যে কোন একটি পুরানো ছবি ফটোশপ দিয়ে Open করুন নিচে আমি একটা পুরানো ছবি আনলাম আপনারা যে কোন পুরানো ছবি আনতে পারেন।
উপরে
ছবিটা ভালো করে দেখুন ছবির কিন্তু আসল ভাব টা হারিয়ে গেছে আমাদের আসল ভাব
টা ফিরিয়ে আনতে হলে, মেনুবার থেকে Image> Adjustment > Auto Color
ক্লিক করুন.
এখন
আমাদের হারিয়ে যাওয়া কালার টা ফিরেয়ে আসবে Auto Color > করার দ্বারা
নিচে দেখুন কি রকম হয়েছে। মনে হচ্ছে ছবিটা আজকের তোলা কিন্তু তা না।
এখন
আমরা Backgrond থেকে ছবিটা আলাদা করব সেজন্য টুলবার থেকে Pen Tool সিলেক্ট
করতে হবে। এখানে আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে যে Pen Tool অপশন বার
থেকে Path অপশন সিলেক্ট করতে হবে বুঝতে সমস্যা হলে নিচের ছবিটা দেখুন।
এবার
ধীরে ধীরে আমাদেরকে ছবিটা পাথ করতে হবে, পাথ শেষ হওয়ার পর আমাদের কে
Keybord থেকে Ctrl+Enter চাপ দিতে হবে তাহলে ছবিটা সিলেকশন হবে। নিচে
দেখুন......
এখন
সিলেকশন করা ছবি কে Copy করতে হলে Keybord থেকে Ctrl+C চাপ হবে তাহলে
ছবিটা Copy হবে, তারপর Copy করা ছবিটা New Page এ নিতে হলে File> New
> এবার ইচ্ছামত সাইজ দিয়ে Ok করুন।
আমাদের এখন Copy করা ছবিটা New Page এ আনতে হলে Keybord থেকে Ctrl+V চাপ দিলে ছবিটা New Page এ চলে আসবে নিচে দেখুন......
এবার নিজের ইচ্ছামত Backgrond চেঞ্জ করে Save করে রাখুন।
File> Save As > যে কোন একটা নাম দিয়ে Save করে রাখুন।
** ভাল লাগলে কমন্টে জানাতে ভুলবে না…
Monday, August 5, 2013
New
পুরানো ছবি থেকে নতুন ছবি
About saifblog
এই ব্লগটি ভ্রমণ ও প্রযুক্তি বিষয়ক । শখের বসে এই ব্লগটি তৈরি করা। আমি একজন ভ্রমণ প্রেমী মানুষ । ভ্রমণ বিষয়ক নতুন নতুন খবর এই ব্লগে পোস্ট করা হবে । তাই সাথে থাকুন ।
ফটোশপ
Tags:
Movie Zone,
Photoshop,
ফটোশপ
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment