আজ আমরা শিখব কিভাবে নিজের ছবির মধ্যে বৃষ্টির ইফেক্ট দেওয়া যায় তার নিয়ম তাহলে শুরু করা যাক আজকের পর্ব,
প্রথমে আপনাকে ফটোশপ চালু করতে হবে।
তারপর File > Open কমান্ড দিয়ে আপনার যে কোন একটি ছবি খুলুন।
এবার লেয়ার প্যালেট থেকে নতুন একটা ফাঁকা লেয়ার নিতে হলে নিচের দেখানো আইকনে ক্লিক করুন......।
এবার টুলবার থেকে Foreground Color কালো সিলেক্ট করে কী-বোড থেকে Alt +
Backspace চাপুন...তাহলে আমাদের নতুন তৈরি করা লেয়ারটি কালো রং দ্বারা ডেকে
যাবে। নিচে দেখুন......
এখন কালো রং এর লেয়ার select করে । Filter> Effect > Noise > Add Noise গিয়ে নিচের ছবির এর মত মান বসিয়ে OK করুন।
আবার Filter> Blur > Motion Blur গিয়ে নিচের ছবির এর মত মান বসিয়ে OK করুন।
এবার লেয়ার মোড থেকে Screen সিলেক্ট করুন নিচে দেখুন...
দেখুন উপরের নিয়ম অনুসারে কাজ করার ফলে আমার ছবির মধ্যে কি সুন্দর একটা বৃষ্টির ইফেক্ট পড়েছে...
এবার File> Save As > যে কোন একটা নাম দিয়ে Save করে রাখুন।
ভাল লাগলে কমেন্ট জানাতে ভুলবে না…
Monday, August 5, 2013
New
এবার আপনি আপনার ছবির মধ্যে বৃষ্টির ইফেক্ট দিন
About saifblog
এই ব্লগটি ভ্রমণ ও প্রযুক্তি বিষয়ক । শখের বসে এই ব্লগটি তৈরি করা। আমি একজন ভ্রমণ প্রেমী মানুষ । ভ্রমণ বিষয়ক নতুন নতুন খবর এই ব্লগে পোস্ট করা হবে । তাই সাথে থাকুন ।
ফটোশপ
Tags:
Movie Zone,
Photoshop,
ফটোশপ
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment