পেনড্রাইভ থেকে শর্টকাট ভাইরাস স্থায়ীভাবে দূর করার উপায় - সাইফ ব্লগ

Latest

Wednesday, September 25, 2019

পেনড্রাইভ থেকে শর্টকাট ভাইরাস স্থায়ীভাবে দূর করার উপায়

প্রথমে “This PC/ Computer”-তে প্রবেশ করতে হবে।
 এরপর পেড্রাইভ ওপেন করতে হবে।
 পেনড্রাইভে New folder নামে একটি শর্টকাট ফোল্ডার দেখা যাবে ।
এখন একটি ব্রাউজার ওপেন করে সার্চ বারে usb fix লিখে এন্টার বাটন চাপতে হবে।







 অথবা নিচের লিংকে ক্লিক করে usb fix ডাউনলোড করে ইনেস্টল করতে হবে।
usb fix ওপেন করে  “SCAN USB DISKS”-এ ক্লিক করতে হবে।


এবার পেনড্রাইভ এর শর্টকাট ভাইরাস শনাক্ত করবে এবং শেষে তা ক্লিন করতে হবে।


এখন পেনড্রাইভ ওপেন করে দেখুন New folder নামে শর্টকাট আর ভাইরাস নেই।